কক্সবাজার: কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ১৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
শহরের লালদিঘীর পশ্চিম পাড়ের সাতকানিয়া হোটেলে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার যৌথ টিম এ অভিযান চালায়। শনিবার (২০ মে) রাতে এই অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জাবেদ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিলো এই হোটেলে প্রায়ই জুয়ার আসর বসে। এ আসরে অনেকেই টাকাপয়সা হারিয়ে নিঃস্ব হয়েছে। পরে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ জন জুয়াড়িকে আটক করা হয় এবং জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।