Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজ আমদানির অনুমতি দিতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৩ ১৫:৪৬ | আপডেট: ২১ মে ২০২৩ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের বাজারে মূল্য বৃদ্ধির কারণে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সচিবকে এই চিঠি পাঠিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা শামীমা আকতার। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিবকে (আইআইটি)।

১৭ মে ওই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘খুচরা বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে। টিসিবির তথ্যানুযায়ী, প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১ মাস আগে ৩০ টাকা ছিল যা গত সপ্তাহে ৫০ টাকা করে বিক্রি হয়েছে এবং বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রিয় হচ্ছে। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করে মূল্য স্থিতিশীল করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, পেঁয়াজের বাজার স্থিতিশীল করার স্বার্থে জরুরি ভিত্তিতে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

সারাবাংলা/ইএইচটি/একে

কৃষি মন্ত্রণালয় টপ নিউজ পেঁয়াজ আমদানি বাণিজ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর