Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলে জলজ প্রাণী রক্ষায় ৫ লাখ ডলারের চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৩ ২১:৩২

ঢাকা: উপকূলীয় অঞ্চলে মাছ ও সামুদ্রিক প্রাণীর পরিবেশ রক্ষায় ৫ লাখ ৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

সোমবার (২২ মে) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষে চুক্তিতে সই করেন ইআরডির সচিব শরিফা খান এবং এফওএ’র পক্ষে সই করেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডগলাস সিমশন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব ফিসারিজ, মেরিন লিভিং রিসোর্স অ্যান্ড দেয়ার হ্যাবিটেট ইন দ্য বে অব বেঙ্গল রিজিওন ফর দ্য বেসিফিট অব কোস্টাল স্টেটস অ্যান্ড কমিউনিটিস’ শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে।

সারাবাংলা/জেজে/পিটিএম

উপকূল জলজ প্রাণী

বিজ্ঞাপন

ইত্যাদি এবার মোংলায়
২৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর