কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী
২৩ মে ২০২৩ ১৫:২২
ঢাকা: তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৩ মে) দোহার লুসাইল সিটিতে ফেয়ারমন্ট অ্যান্ড র্যাফলস (Fairmont & Raffles) হোটেলে ২৩-২৫ মে কাতার ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে হাঙ্গেরি ও জর্জিয়ার প্রধানমন্ত্রী, রুয়ান্ডা, ঘানা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট এবং ইরাকের উপপ্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, অর্থ, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
কাতার ইকোনমিক ফোরামে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবর্তিত বাজারব্যবস্থা, জলবায়ু অর্থায়ন, বাণিজ্য কৌশল ও ব্যবস্থা, চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি এবং বৈদেশিক বিনিয়োগের ভবিষ্যৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের উপর আলোচনা হবে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সোমবার বিকেলে দোহা যান প্রধানমন্ত্রী।
দু’দিনের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ইকোনোমিক ফোরামে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
সফর শেষে আগামীকাল ২৪ মে রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।
সারাবাংলা/এনআর/এমও