Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেব: জায়েদা খাতুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৩ ১১:৫২

গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন বলেছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেব।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও সেখানে ভোট দেন।

ভোট শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক তা আমি মেনে নেব।

এসময় তিনি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইভিএমে ধীরগতি ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী বলেন, বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এছাড়াও ইভিএমের ধীরগতিতো আছেই।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে।

বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নিলেও আজ সবার দৃষ্টি থাকবে রাজধানীর লাগোয়া এই মহানগরে। দলীয় প্রতীকের এ নির্বাচনে মেয়র পদে আট প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান ও স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা)।

সিটিতে ৪৮০ কেন্দ্রের ৪ হাজার ৪৩৫টিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে বড়পর্দায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনইউ

গাজীপুর সিটি করপোরেশন জায়েদা খাতুন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর