Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের খাবারে তেলাপোকা, তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৩ ০০:১৮

ঢাকা: রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকা আসার পথে বিমান থেকে সরবরাহ করা খাবারের প্যাকেটে মরা তেলাপোকা পাওয়া যায়। এই ঘটনায় যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)।

বিমান সূত্রে জানা যায়, গত ২৩ মে ব্যাংকক থেকে ঢাকা আসার পথে বিমানের ফ্লাইট বিজি৩৮৯ ফ্লাইটের ২৬-সি আসনের যাত্রী পরিবেশন করা খাবারের প্যাকেটে মরা তেলাপোকা পান। এরপর যাত্রী কেবিন ক্রুদের বিষয়টি অবহিত করলে তারা দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি বিমানের কেবিন ক্রুরা কর্তৃপক্ষকে জানান। একইসঙ্গে ভুক্তভোগী যাত্রী বিমানের ভেতরে অভিযোগ বুকে বিষয়টি অভিযোগ আকারে দেন। সেই অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিএফসিসি।

বিজ্ঞাপন

এদিকে যাত্রী অভিযোগে বলেছেন, খাবারে সেদ্ধ ও মৃত অবস্থায় তেলাপোকা পাওয়ার পর তিনি আর খাবার খেতে পারেননি, তার বমি আসে। তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুকে ডেকে ঘটনাটি জানানো হয়। পাশের আসনের যাত্রীরাও ঘটনাটি দেখেছেন। বিষয়টিকে খাবার সরবরাহ করা কর্তৃপক্ষের মারাত্মক অবহেলা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ঘটনাটি তদন্ত করে খাবার সরবরাহকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং যাত্রীদের জন্য স্বাস্থ্যকর খাবার সরবরাহের দাবি জানান যাত্রী।

এ বিষয়ে রাতে সারাবাংলার পক্ষ থেকে ফোন দেওয়া হলে বিএফসিসির মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলী বলেন, আমরা এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসজে/একে

খাবার টপ নিউজ তেলাপোকা বিমান বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর