Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে মা-সন্তানসহ দগ্ধ ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১০:৫৩

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বসতঘরে আগুন লেগে মা ও দুই সন্তানসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৮ মে) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

দগ্ধ চার জন হলেন- নুরনাহার বেগম (৩০) ও তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা আক্তার (৩) এবং প্রতিবেশি ঈমাম উদ্দিন ইমন (২৩)।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয় জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান সারাবাংলাকে জানিয়েছেন, তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানিয়েছেন, দগ্ধ চারজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রামে আগুন দগ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর