ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৩ ১১:৩৭
২৮ মে ২০২৩ ১১:৩৭
ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আতিকুর রহমান (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার (২৮ মে) ভোর ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোরে কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, আসামি আতিকুর রহমান কারাগারের ভিতরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়। তার বাবার নাম মৃত সামাদ মোল্লা। হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। তবে তার মামলার বিষয়ে কিছু জানা যায়নি।
সারাবাংলা/এসএসআর/এমও