Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে দুবাইয়ে পাচার চেষ্টা, ৯৯৯ নম্বরে ভাইয়ের ফোনে উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৩ ১৮:৫৩

ঢাকা: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ভাইয়ের ফোন কল পেয়ে আরব আমিরাতের দুবাই পাচারের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তরুণীকে উদ্ধার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) জাতীয় পরিসেবা নম্বর ৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যে ছেলেটি কল করেছিল তার ছাব্বিশ বছর বয়সী বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পার্লারে কাজ করার জন্য। তারা ঢাকার খিলক্ষেতের মধ্যপাড়ায় বসবাস করেন। কিন্তু ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা ইউএই দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারেন ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারকচক্রের সঙ্গে তার বোনকে নিয়ে রওনা দিয়ে দিয়েছেন এবং তার কাছে কোনো ফোন নেই। কিছুক্ষণের মধ্যে তার বোনকে নিয়ে ঢাকা এয়ারপোর্ট আসার কথা প্রতারকচক্রের। কারণ সেদিন রাত ৯টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা রয়েছে। এমন তথ্য জানিয়ে ২৯ মে (সোমবার) সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা এয়ারপোর্ট থেকে একজন কলার যিনি উচ্চমাধ্যমিকের একজন ছাত্র ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তার বোনকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল মিজানুর রহমান কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল মিজান তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

৯৯৯ ডিসপাচার এএসআই আসাদুজ্জামান সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার খোঁজ-খবর নিতে থাকেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম ৯৯৯ কে জানান তারা তরুণীর যাত্রা স্থগিত করে তার ভাই এবং স্বামীকে বুঝিয়ে দিয়েছেন। এরইমধ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রতারকচক্রের দুই দালালকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গ্রেফতাররা হলেন খিলক্ষেত মধ্যপাড়ার মো. আবদুল খালেক (৪৩) ও কুমিল্লার বড়ুরা উপজেলার মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)।

সারাবাংলা/ইউজে/একে

৯৯৯ দুবাই নারী পাচার

বিজ্ঞাপন

‘উইকড’ ও ‘রেড ওয়ান’ একই দিনে
২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩

আরো

সম্পর্কিত খবর