বিসিসি নির্বাচন: বিএনপির ২১ নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ
৩০ মে ২০২৩ ১৯:০৪
বরিশাল: বিএনপি করেন বা এক সময়ে করতেন এমন ২১ জন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু তাদের দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ফলে এই ২১ জনকে বহিষ্কারের সুপারিশ করেছে মহানগর বিএনপি। এদের মধ্যে একজন মেয়র প্রার্থী রয়েছেন। বাকি ২০ জন কাউন্সিলর প্রার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, সুপারিশপত্র এখন কেন্দ্রীয় নেতাদের কাছে। যেকোনো সময়ে এদের বহিষ্কার করা হতে পারে।
স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কামরুল আহসান রূপন বিসিসির সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আহসান হাবিব কামালের পুত্র। তিনি কোনো এক সময়ে ছাত্রদল করতেন। রূপন ছাড়াও যেসব কাউন্সিলর প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ৬ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুন অর রশিদ ও ১৯ নম্বর ওয়ার্ডের শাহ মো. আমিনুল ইসলাম। এরা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক। এর মধ্যে আমিনুল ইসলাম মনোনয়ন দাখিলের পর পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি নির্বাচন করবেন না। কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি।
বাকিরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের সেলিম হাওলাদার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের জাহানারা বেগম, ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে ফারুক, ৪ নম্বর ওয়ার্ডের নগর বিএনপির সাবেক সহ-শিশুবিষয়ক সম্পাদক মো. ইউনুস মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের সেলিনা বেগম, ১০ নম্বর ওয়ার্ড থেকে রাশিদা পারভীন, ১৫ নম্বর ওয়ার্ডের মো. সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড শাখা বিএনপির সদস্য সচিব জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম এবং ছাত্রদলের সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আব্দুল্লাহ সাদি, ২২ নম্বর ওয়ার্ডের জেসমিন সামাদ, ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির ও ৩০ নম্বর ওয়ার্ডের খায়রুল মামুন, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের নগর বিএনপির সাবেক সদস্য মজিদা বোরহান।
তবে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে একাধিকবার নির্বাচিত কাউন্সিলর মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার, আলতাফ সিকদার, সৈয়দ আকবার মনোনয়ন দাখিল করেননি। মনোয়ন দাখিল করেননি বিসিসির সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার কিংবা একাধিকবার প্রতিদ্বন্দ্বিতাকারী এবায়েদুল হক চান। মনোনয়ন দাখিল করে প্রত্যাহার করেছেন সাবেক কাউন্সিলর আ ন ম সাইফুল আহসান আজিম।
বিএনপির বহিষ্কারের সুপারিশের তালিকায় নাম থাকার বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন বলেন, ‘তারাই বলেছেন আমি বিএনপির কেউ নই। আবার তারাই আমাকে বহিষ্কারের তালিকায় নাম দেয়। আমি যদি বিএনপির কেউ না হই তাহলে বহিষ্কারের প্রশ্ন আসবে কেন। আগে জানতাম পদ-পদবি থাকলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা যায়। তারা যে এই নিয়ম পরিবর্তন করেছে সেটা আমি জানতাম না। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষের কাছে ভোট চাইছি।’
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদুর রহমান বলেন, ‘কেন্দ্রে পাঠানো তালিকায় মেয়র পদে একমাত্র প্রার্থী হিসেবে কামরুল আহসানের নাম রয়েছে।’
কামরুল বিএনপির কেউ নন বলে দাবি করা হচ্ছে। তারপরও কেন তার নাম অন্তর্ভুক্ত হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কামরুল ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন। এই পদের কারণে তার নাম এসেছে।’
সারাবাংলা/পিটিএম