প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত: সোহাগ
৯ মে ২০১৮ ১৭:০৪
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাকা : ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ২৯ তম সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি ছাত্রলীগের অভিভাবক। তিনি যেভাবে নির্দেশনা দেবেন, ঠিক সেভাবেই সবকিছু হবে।
বুধবার (৯ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ সম্মেলন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় সংগঠনের সহসভাপতি কাজী এনায়েত, মেহেদী হাসান রনি, আরেফিন সিদ্দিক সুজন, আদিত্য নন্দী, সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সোহাগ আরো বলেন, আমরা এবার ইতিহাসের সেরা সফল সম্মেলন উপহার দেব। লক্ষাধিক নেতা কর্মির অংশগ্রহণে মুখর থাকবে সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনের মাধ্যমে মেধাবী, পরিশ্রমী এবং রাজপথের পরীক্ষিতদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব আসবে।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘ছাত্রলীগের এই কমিটির সকল সফলতার কৃতিত্ব বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের। আর যত ব্যর্থতা, তা আমাদের সভাপতির ও আমার। দেশের প্রয়োজনে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন ছাত্রলীগ সব সময় প্রস্তুত।’
আগামী ১১ মে শুক্রবার বিকেল ৩ টায় জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২৯ তম সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সারাবাংলা/টিআরো/এমআইএস