Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৬৭৬ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৫:৫২

ঢাকা: আগামী অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে কৃষিখাতে (কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ) ৩৫ হাজার ৩৭৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে এই বরাদ্দ ছিলো ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা। নতুন অর্থবছরে খাতটিতে ১ হাজার ৬৭৬ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।

বিজ্ঞাপন

কৃষিখাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, পতিত জমি আবাদ ও কৃষিপণ্য বহুমুখীকরণ, প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা, কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়া ও রফতানি, গবেষণা ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তনের প্রভা মোকাবিলায় স্মার্ট কৃষি ও খাতওয়ারি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।

সারাবাংলা/ইএইচটি/এমও

কৃষিতে বরাদ্দ বাজেট বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর