বাজেটের উত্তাপে পুড়ছে নিত্যপণ্যের বাজার
২ জুন ২০২৩ ১৭:২৫
ঢাকা: বাজেটের উত্তাপ পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীতে বসবাস করা মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষেরা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। বাজেটের পরদিন নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। তাই তো তারা বলছেন, বাজেটে যেমন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য কিছু নেই তেমনিভাবে নিত্যপণ্যের দামও বাড়ায় কষ্ট বাড়ছে।
শুক্রবার ( ২জুন) রাজধানীর কারওয়ানবাজার ও বসুন্ধরা কাঁচাবাজার ঘুরে এই চিত্রই দেখা গেল। তবে বেশির ভাগ সবজির দাম ৭০ থেকে ৯০ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, ৫০ টাকা কেজিতে বেড়ে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা। ২০ টাকা কেজিতে বেড়ে ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি।
কারওয়ানবাজারের মুরগি বিক্রেতা রাশেদুল হাসান সারাবাংলাকে বলেন, ‘বাজেটে সবকিছুর দাম বাড়ে। বাজেট যেন নিত্যপণ্যের দামে বেশি চাপ দেয়। গতকালকের চেয়ে মুরগি ১০ টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। যে কারণে আজকে ২০ টাকা কেজিতে বাড়াতে হয়েছে।’
এদিকে গরুর মাংসের দাম বাড়ার বিষয়ে কারওয়ানবাজারের মাংস বিক্রেতা আয়ান বলেন, ‘গরু আমরা বাজার বুঝে কিনে থাকি। কোনোদিন গরুর দাম বাড়ে আবার কমে। এখানে বাজেট বলে কিছু নেই। বাজারে বেশি গরু উঠলে একটু দাম কমে। কিন্তু গরু মার্কেটে কম এলে দাম বাড়ে। বাজার কখনো ভাল যায়, আবার কখনো খারাপ যায়।’
কারওয়ানবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকুররিজীবী আসাদুল হাসান সারাবাংলাকে বলেন, বাজেটের পরদিন বেশির ভাগ সামগ্রীর দাম বেড়েছে। মাছ মাংসের দাম বেড়েছে। পেঁয়াজ, আদা সেগুলোর দামও বেশি।’
নতুন অর্থবছরের বাজেট বিষয়ে তিনি বলেন, ‘বাজারে বড়লোক আর ধনীদের সুবিধা দেওয়া হয়। আমাদের মতো বেতনভুক্ত কর্মচারীদের জন্য বাজেটে কিছুই থাকে না। আমরা চাকরি করি, বেতনের টাকা চলে যায় মাসের বাজার-সদাই করতে। আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।’
এদিকে বাজার ঘুরে আরও দেখা গেল, বাজারে বাগদা চিংড়ি ৮০০ টাকা, গলদা চিংড়ি ১১০০ টাকা, চিংড়ি মাঝারি ১৩০০ টাকা, প্রতি কেজি পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে কেজি ৬০০ টাকা, টেংরা মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকা, বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা, পাঙাস মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, চাষের কই প্রতি কেজি ৭৫০ টাকা, দেশি কই ৭শ টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে ৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা আব্দুল করিম বলেন, ‘বাজারে মাছ নেই। আমরা মাছ না পেলে বেশি দামেই তো বিক্রি করতে হবে। গত সপ্তাহের চেয়ে সব ধরনের মাছের বাজার চড়া। সকল মাছের বাজারে দাম বেড়েছে ৫০-১০০ টাকা। আমরা তো কিনেই বিক্রি করি আমরা তো আর চাষ করি না। তাই যেমন কিনতে হয় আমাদের তেমনই বিক্রি করতে হয়।’
এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা, কাঁকরোল ৯০ টাকা, পেঁপে ৮০ টাকা, করলা ৯০ টাকা,বরবটি বিক্রি হচ্ছে কেজি ৯০ টাকা, প্রতি কেজি পটল ৯০ টাকা, ঢেঁড়স ৮৫ টাকা, ঝিঙে ৯০ টাকা, টমেটো কেজি ৯০ টাকা, মুলা ৮০ টাকা, শসা ৯০ টাকা, মিষ্টি কুমড়া (পিস) ৭০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি ৯০ টাকা বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বসুন্ধরা কাঁচাবাজারের পাইকারী সবজি বিক্রেতা সালাম মিয়া বলেন, ‘সবজির দাম আগের মতোই আছে। বাজেটে সবজির দামে প্রভাব পড়েনি। আমরা যেমন কিনি তেমন বিক্রি করি। দাম বাড়লে বেশি দামে বিক্রি করি আবার কমলে কম দামে বিক্রি করি। আমাদের লাভ তো কম তাই মালামালও কম কিনি আবার বিক্রিও কম হয়।’
সারাবাংলা/এসজে/একে