রাজধানীর খেলার মাঠে পশুর হাট বসাতে রিট
৫ জুন ২০২৩ ১৫:২৮ | আপডেট: ৫ জুন ২০২৩ ১৬:৩৬
ঢাকা: সড়ক বা মহাসড়কে পশুর হাট না বসিয়ে রাজধানীর সকল খেলার মাঠে কোরবানির পশুর হাট বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে পশু ক্রেতা বিক্রেতার কাছ থেকে হাসিল আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (৫ জুন) জনস্বার্থে রাজধানীর মতিঝিলের বাসিন্দা মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই মেয়রকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ‘রাজধানীর সকল খেলার মাঠে কোরবানির পশুর হাট বসানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে কোরবানির পশু ক্রেতা-বিক্রেতার কাছ থেকে হাসিল আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।’
চলতি সপ্তাহে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
গত ২৪ মে কোরবানির পশুর হাটে পশু কেনার পর ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে হাসিল নেওয়ার নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়।
সারাবাংলা/কেআইএফ/ইআ