Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ২২:৩৪

চট্টগ্রাম ব্যুরো: ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩’ বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও কাপ্তাইসহ দেশের সব নৌ-ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার (৫ জুন) সকালে কক্সবাজারের পেকুয়ায় শেখ হাসিনা ঘাঁটিতে সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্সের সামনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকারের নেওয়া কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়নে সর্বস্তরের নৌ-সদস্যদের এগিয়ে আসার আহবান জানান।

এসময় তিনি উপকূলীয় অঞ্চলে অধিক হারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও এলাকাগুলোতে মাসব্যাপী নানা রকম ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে নৌবাহিনী।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা- কর্মচারি এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর