Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র রেজাউলের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ২১:২০

চট্টগ্রাম ব্যুরো: ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ‘ছয় দফা মঞ্চে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৭ জুন) দুপুরে শ্রদ্ধা নিবেদনের পর মেয়র রেজাউল করিম চৌধুরী সমবেতদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এসময় মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাস মাথায় রেখে চট্টগ্রাম থেকেই প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন। স্কুলছাত্র থাকা অবস্থায় আমারও সরাসরি বঙ্গবন্ধুর সেই ঘোষণা শোনার সুযোগ হয়েছিল। এই ছয় দফা ঘোষণার পর চট্টগ্রামসহ সারাদেশের সচেতন মানুষরা বুঝতে পারে, আমাদের স্বাধীনতার লড়াই সন্নিকটে। ছয় দফা আর স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এভাবেই চট্টগ্রামের নাম জড়িয়ে যায়।’

মেয়র আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আজ ছয় দফাসহ মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ব্যাপক অবদানের ইতিহাস অনেকটাই মুছে গেছে। নতুন প্রজন্ম এ ইতিহাস তেমনভাবে জানে না। তাদের সামনে ছয় দফার ইতিহাস তুলে ধরতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস আর চট্টগ্রামের জনগণের বীরত্বের কাহিনী তুলে ধরতে হবে।’

এসময় চসিকের কাউন্সিলর জহরলাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, আবদুস সালাম মাসুম, এম আশরাফুল আলম, নূর মোস্তফা টিনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপু, ছাত্রলীগ নেতা রুমেল বড়ুয়া রাহুল উপস্থিত ছিলেন।

এদিকে ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী। নগর স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

ছয় দফা মঞ্চ মেয়র রেজাউল করিম চৌধুরী

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর