Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট অঙ্গন অস্থিতিশীল করার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ২৩:৪৯

ঢাকা: সুপ্রিম কোর্ট অঙ্গনে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে দীর্ঘদিনের চলমান অস্থিতিশীলতা নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস।

বুধবার (৭ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের সুপ্রিম কোর্ট বার শাখার আহ্বায়ক আইনজীবী মো. শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কাজী রেজাউল হোসেন।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আইনজীবী মো. ইয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় আহ্বায়ক আইনজীবী মো. আব্দুল আওয়াল।

এ ছাড়াও মানববন্ধনে আরও বক্তৃতা করেন সংগঠনের ঢাকা বার শাখার নেতা আইনজীবী আব্দুর রউফ খান, দেবদাস সরকার, শামছুল ইসলাম, মো. সাইফুল আলম ফুয়াদ, ফকির আব্দুল মুজিদ প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অস্থিতিশীল সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর