Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরব পৌঁছেছেন ৬৪ হাজার ২৭৭ হজযাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ২০:৫৯

ঢাকা: পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ২শ’ ৭৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

শুক্রবার (৯ জুন) ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৯শ’২৭ জন হজ যাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ১০ হাজার ৪৫৯ জন হজ যাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। ইতেমধ্যে ১ লাখ ৬ হাজার ৭৯ টি হজ যাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাকি ভিসাও শিগগিরই পাওয়া যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিমানের শেষ হজ ফ্লাইট যাবে আগামী ২২ জুন। গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এ সব হজযাত্রী পরিবহন করবে।

আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।

এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় ২ জন মহিলাসহ ৮ জন হজযাত্রী মারা গেছেন।

সারাবাংলা/একে

টপ নিউজ বাংলাদেশ সৌদি আরব হজযাত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর