চাকরি দিতে অর্থ হাতিয়ে নিতেন বিভাগীয় কমিশনারের অফিস সহায়ক
১০ জুন ২০২৩ ২০:৩৭
রংপুর: চাকরির আশ্বাস দেখিয়ে প্রায় ১ হাজার চাকরি প্রত্যাশির কাছে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সহায়ক (সাময়িক বরখাস্তকৃত) জেনারুল হক পিনুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) রাতে ঢাকা থেকে র্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেনারুল হক পিনুর নামে ১১টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিল। তিনি পীরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘আগের বিভাগীয় কমিশনারের সময় অফিস সহায়ক জেনারুল হক পিনুর নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার ব্যাপারে তদন্ত চলমান। চূড়ান্ত প্রতিবেদন পেলে আইনিভাবে চাকরিচ্যুতিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে।’
সারাবাংলা/একে