Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ দিনে বরিশালে সিটিতে জমজমাট প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ২২:১৫

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ভোট আগামী সোমবার (১২ জুন)। প্রচারণা শেষ হচ্ছে আজ শনিবার রাত ১২টায়। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ।

প্রচারণার শেষ দিনে (শনিবার) ভোর থেকেই নির্বাচনের মাঠ প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠে। প্রার্থীদের সঙ্গে স্ত্রী এবং আত্মীয়-স্বজনরা যোগ দিয়েছেন। হ্যান্ডবিল বিতরণসহ ব্যানার ও পোস্টারে তিল ধারণের ঠাঁই নেই নগরীর প্রাণকেন্দ্রে।

বিজ্ঞাপন

নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত শনিবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। বিকেলে নৌকার পক্ষে নগরীতে বিশাল শোডাউন করেছেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।

জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও নগরীতে বিশাল একটি শোডাউন করেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সমর্থকরাও অশ্বিনী কুমার হলের সামনে শোডাউনে অংশ নেন।

নগরীর বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি এলাকায় কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে। মেয়র প্রার্থী নিয়ে ভোটাররা নিরুত্তর।

তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। ভোট উপলক্ষে নেওয়া হচ্ছে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। সুষ্ঠু ভোট নিশ্চিতে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রগুলোতেও শেষ মুহূর্তের কার্যক্রম চলছে দ্রুতগতিতে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে নগরজুড়ে, মোড়ে মোড়ে চালানো হচ্ছে তল্লাশি।

বিজ্ঞাপন

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচন ঘিরে সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়াও দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষপর্যায়ে। এছাড়াও ভোট কেন্দ্রের সব কার্যক্রম আগামীকালের ভেতর শেষ করা হবে। সোমবার ১২ জুন সকাল আটটায় ভোট শুরু হবে।‘

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

সারাবাংলা/এমও

জমজমাট প্রচারণা বরিশাল সিটি করপোরেশন বরিশালে সিটি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর