Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৩ ১৩:২১

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১১ জুন) সকাল সাড়ে ৬টায় নগরীর শ্রীরামপুরের ঘটনাস্থল থেকে ৫০ গজ পূর্ব দিকে শিক্ষার্থী গোলাম সারওয়ার সায়েমের (১৭) মরদেহ এবং ছয় ঘণ্টা পর ডুবে যাওয়া স্থান থেকেই রিফাত খন্দকার গালিবের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সায়েমের মরদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয় মাঝিরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস নৌ-পুলিশ, স্থানীয় থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুপুর ১২টা ৫ মিনিটে গালিবের মরদেহ ভেসে উঠলে তার মরদেহ উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ হস্তান্তর করবে বলেও জানান তিনি।

রাজশাহী নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর শাহরিয়ার আহমেদ জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সায়েমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গালিবের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে গালিবের মরদেহ পরিবারের হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শনিবার (১০ জুন) সকাল ১১টায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে গোলাম সারওয়ার সায়েম ও রিফাত খন্দকার গালিব নিখোঁজ হন। সায়েম মেহেরচণ্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে ও রিফাত দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে। তারা রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমই/ইআ

২ শিক্ষার্থীর লাশ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর