Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার: মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১৩:২৭

প্রতীকী ছবি

ঢাকা: ২০১০ সালে রাজধানীর রামপুরা থানাধীন এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় জাহিদ হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামির অনুপস্থিততে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সয়ম আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জাহিদ হাসান বরিশালের উজিরপুরের পান্থনিয়াকাঠি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি বেলাল হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি র‍্যাব-৩ খবর পায়, রামপুরা থানাধীন বনশ্রীর ৬ নম্বর রোডের বি ব্লকের একটি বাড়িতে একজন মাদক ব্যবসায়ী মাদক মজুত রেখে বিক্রি করেছে। র‍্যাব-৩ রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ৩০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।

ওই ঘটনায় র‍্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবুল বাশার রামপুরা থানায় মামলা করেন।

ওই বছরের ৩১ মে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার সাব-ইন্সপেক্টর শ্যামল চন্দ্র ধর। এরপর ২০ মে আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সারাবাংলা/এআই/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর