Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনারা কি চেয়েছিলেন তিনি মরে যাক?

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১৮:৫৮

সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সারাবাংলা

ঢাকা: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ হামলা সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দেওয়া বক্তব্যেরও নিন্দা জানিয়েছেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কি চেয়েছিলেন, তিনি (মুফতি মুহাম্মদ ফজয়জুল করীম) মরে যাক?’

মঙ্গলবার (১৩ জুন) গোপীবাগ মেয়র সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

‘দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ পদযাত্রাপূর্ব সমাবেশ আয়োজন।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী, একজন পীর, চরমোনাইয়ের পীর। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের লোক। তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমরা ধিক্কার জানাই এই ন্যাক্কার জনক ঘটনার।’

আবার এই ঘটনার পর প্রধান নির্বাচন কমিশনার বলছেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন? আপনারা কি চেয়েছিলেন উনি (মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম) মরে যাক? আপনারা একটা সিটিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেন না! আর বলছেন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবেন!’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, মীর শরাফত আলী সপু ও ইশারাক হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর