Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজন ভালো পরিবেশ: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ১৫:২৩

ঢাকা: জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ভালো সংবাদ পরিবেশনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন।

বুধবার (১৪ জুন) দুপুরে ঢাকা জেলা প্রশাসনের মিডিয়া সেল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে, ঢাকার জেলা প্রশাসক লাল ফিতা কেটে এ সেলের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম হেদায়েতুল ইসলাম, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসিব বিন শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘এটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ন জায়গা। যেখানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জজ কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ অনেকগুলো আদালতের অবস্থান। এ এলাকায় অনেক সাংবাদিকেরা কাজ করেন। তাদের বসার কোনো জায়গা ছিল না। ভালো সংবাদ পরিবেশনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন। তবে সে রকম একটা জায়গা ছিলো না। আমাদের কাছে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নেতারা বসার জায়গার জন্য বলেন। যার আলোকে মিডিয়া সেল এখানে করেছি। এ এলাকায় যারা কাজ করেন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সদস্য যারা রয়েছেন সবাই এখানেই বসবেন।’

তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসন এবং সাংবাদিকেরা একসঙ্গে কাজ করব। আমাদের দেশে যে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি যে ধারায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারা যেন কেউ বাধাগ্রস্থ করতে না পারে।’

‘প্রধানমন্ত্রী যে ভিশন ঘোষণা করেছেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশটা যেন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যত প্রজন্মের হাতে তুলে দিতে পারি।’

সারাবাংলা/এআই/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর