Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল ব্যাংকের মূলধন হবে ১২৫ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৩ ২২:০১

ঢাকা: প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের রূপরেখা ও নীতিমালা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম ১২৫ কোটি টাকা মূলধন লাগবে। আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন গ্রহণ শুরু হবে।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজকে বোর্ড সভায় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। ব্যাংকের প্রত্যেক স্পন্সরের সর্বনিম্ন শেয়ারহোল্ডিং হবে ৫০ লাখ টাকা।’

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানান, চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে শিগগিরই ডিজিটাল ব্যাংক চালু করা হবে। তিনি বলেন, ‘শিগগিরই আমরা দেশে ডিজিটাল ব্যাংক চালু করব। আমরা খুব শিগগিরই একটি অনলাইন রিয়েল-টাইম ক্রেডিট রেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছি।’

সারাবাংলা/জিএস/এনএস

টপ নিউজ ডিজিটাল ব্যাংক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর