Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে গ্যারেজে আগুন, পুড়ে ছাই ৪০ আটোরিকশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৩ ১৫:৪৫

কিশোরগঞ্জ: জেলা সদরে একটি ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে গ্যারেজে রাখা ৪০টি অটোরিকশা পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) ভোর পৌনে ৪টার দিকে শহরের চরশোলাকিয়ার বনানী মোড় এলাকার আরজু অটো সেন্টার নামে ওই গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্যারেজ মালিক রানা মিয়া জানান, গ্যারেজটিতে গত দুই বছর যাবৎ অটোরিকশা চার্জ দেওয়া হতো। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে আবুজর গিফারী বলেন, বৃহস্পতিবার ভোরে ৯৯৯ এর মাধ্যমে খবর পাই, শহরের চরশোলাকিয়ার বনানী মোড় এলাকায় অটো গ্যারেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে ধারণা করা হচ্ছে। গ্যারেজে রাত থেকে সকাল পর্যন্ত অটোরিকশা চার্জ দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর