Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুডিসের ব্যাংকিং রেটিং কমানো অর্থনৈতিক নয় ভূ-রাজনৈতিক কারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৩ ২৩:১৪

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান ‘মুডিস’ আমাদের ব্যাংকিং সেক্টরের ওপর যে রেটিং করেছে, এটি মনে হচ্ছে ভূ-রাজনৈতিকভাবে হয়েছে, এটি পিউর অর্থনৈতিক প্রতিবেদন নয়।

তিনি বলেন, ‘মুডিসের প্রতিবেদন দেশের ব্যাংকিং ব্যবস্থার সাম্প্রতিক অবনমন বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য খুব বেশি গুরুত্ব বহন করে না।’

রোববার (১৮ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুডিস ২০১২ সালে আমাদের যে রেটিং রেখেছে, তখন আমাদের রিজার্ভ ছিল ১০ বিলিয়ন ডলার। এর পরে আমাদের অর্থনীতি ও মাথাপিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ছাড়িয়েছে, কিন্তু মুডিস আমাদের রেটিংয়ে পরিবর্তন আনেনি।’

সারাবাংলা/জিএস/একে

ঋণমান কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর