Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসিক নির্বাচন: ১৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে নৌকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৩ ১৭:৫০

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার (২১ জুন) বিকেল থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।

১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৪ হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাখা প্রতীকে মুরশিদ আলম এক হাজার ১৫৪ ভোট পেয়েছেন। গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার পেয়েছেন এক হাজার ৯২ আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ৭৯৭ ভোট।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এই নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর