Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব

তিতুমীর কলেজ প্রতিনিধি
২২ জুন ২০২৩ ১৯:৫৬

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন ঠিক তখনই শান্তি ও সুখের পরশ নিয়ে এসেছে মৌসুমি ফল। বাহারি রঙ বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলে চারিদিকে মৌ মৌ গন্ধে মাতম সবাই। তাইতো রসালো ফলের মৌসুম উপলক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মৌসুমি ফল উৎসব’

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে কলেজের বিজ্ঞান ভবনের নিচে স্টলের মাধ্যমে বিভিন্ন ফলের পরিচিতি তুলে ধরে স্টল প্রদর্শনী হয়। উদ্ভোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। এসময় তিনি বলেন, মৌসুমি ফল উৎসবের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা বিলুপ্ত প্রায় সকল ফলের সম্পর্কে জানতে পারবে এবং ফলের গুনগত উপকারিতা সম্পর্কে জানতে পারবে।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

এরপর দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি মো. তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা এসএম কামাল উদ্দিন হায়দার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক নিলুফা ইয়াসমিন, এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক এইচএম ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য মামুনুর রহমান হৃদয়, অন্যতম সদস্য মেহেরুজ্জামান সেফু প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি বলেন, সাংবাদিকতা এমন এক পেশা যেখানে সব কিছুই মাথায় রাখতে হয়। যেটা আপনার পরবর্তীতে জীবনে আপনাকে সাহায্য করবে। তিনি আরও বলেন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি এখন অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে। এখান থেকে জাতীয় পর্যায়ে কাজ করার পদক্ষেপ নেয়া হবে। যেটা তিতুমীর কলেজকে তুলে ধরবে জাতির কাছে।

সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, বর্তমান অধ্যক্ষ আসার পর তিতুমীর কলেজের ব্যাপক পরিবর্তন এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর পড়ালেখার মানও পরিবর্তন হয়েছে। ফলাফল ভালো হচ্ছে শিক্ষার্থীদের। তিনি এসকল বিষয় রিপোর্টে তুলে ধরার আহবান জানান।

এদিকে একই দিন বিভিন্ন প্রকার মৌসমী ফল ও এর গুণাগুণ নিয়ে ফল প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।

সারাবাংলা/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর