Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্ত পরিদর্শনে বিএসএফের বিশেষ মহাপরিচালক সোনালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৩ ১৪:৪৮

দিনাজপুর: হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ইস্টার্ন কমান্ড কলকাতার বিশেষ মহাপরিচালক সোনালি মিশ্রা।

শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় তিনি হিলি সীমান্ত পরিদর্শনে সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় আসেন। এসময় বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

পরে সোনালি মিশ্রা সীমান্তে দায়িত্বরত বিজিবির নারী সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সীমান্তে দায়িত্বরত বিজিবির কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। এরপরে সীমান্তের শুন্যরেখায় অস্থায়ী ক্যাম্পে দু’বাহিনীর মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দু’বাহিনীর মাঝে আলোচনা হয়। পরে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে ক্রেস্ট ও মিষ্টি বিনিময় করা হয়।

সারাবাংলা/এমও

বিএসএফ হিলি সীমান্ত

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর