আওয়ামী লীগ একটি অনুভূতির নাম: মেয়র আনোয়ারুজ্জামান
২৩ জুন ২০২৩ ১৭:৫২
সিলেট: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে আত্মত্যাগের মহান ইতিহাস জড়িয়ে আছে। এ দল ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই আত্মত্যাগের মহান ইতিহাস রচনা করেছে। তাই আওয়ামী লীগ শুধু একটি দল নয়, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। যে অনুভূতি ত্যাগের এবং আত্মত্যাগের।’
শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। দীর্ঘ এই পথচলায় অধিকাংশ সময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং জনমানুষের আবেগ ও অনুভূতির বিশ্বস্ত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি দলের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এ বিজয় আওয়ামী লীগের।’
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরানসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিম জুয়েল এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অমিতাভ চক্রবর্ত্তী রনি।
সারাবাংলা/এমও