ঢাকা: ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। ইন্দোনেশিয়া থেকে কয়লা বোজাই করে ছাড়ার ১০ দিন পর কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজটি।
শুক্রবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।
বৃহস্পতিবার রাত ৩টায় এমভি আথেনা ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে। কয়লা খালাস করতে আরও দুই/তিনদিন লাগবে। এর ফলে আগামী ২৫ কিংবা ২৬ জুন চালু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা।
ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় এর আগে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।
পূর্ণ ক্ষমতায় এটি চালাতে ১১ থেকে ১২ হাজার টন কয়লা লাগে। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১ হাজার ২৪৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়, যা দেশের গড় উৎপাদনের প্রায় ১০ শতাংশ।