Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাই-ভাতিজার সঙ্গে মারামারির মধ্যে প্রাণ গেল বৃদ্ধের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৩ ০৮:৫৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বসতঘরের সীমানা নিয়ে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মারামারির মধ্যে বৃদ্ধ এক ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, মারামারির মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুন) রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। মৃত আবু তাহের (৬৫) ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মৃত আবু তাহেরের বসতঘর সংলগ্ন একটি বৈঠকখানা তার ভাই মো.ইউসুফ ও ভাতিজা সরোয়ার গিয়ে ভেঙে দেয়। সন্ধ্যার পর এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মারামারি শুরু হয়। মারামারির মধ্যেই বৃদ্ধ তাহের মাটিতে লুটিয়ে পড়েন এবং পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয় নিশ্চিত হন।

এরপরও স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

মারামারিতে তাহেরের স্ত্রী, ছেলে, পুত্রবধূসহ আরও চারজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে যান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। ওসি সারাবাংলাকে বলেন, ‘মারামারির মধ্যে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন নেই। সম্ভবত হৃদরোগে মৃত্যু হয়েছে। তবে ইন্টারনাল কোনো আঘাত থাকতে পারে। ময়নাতদন্তে বিষয়টি জানা যাবে। তদন্তে তথ্যপ্রমাণ যেভাবে পাওয়া যাবে, তার আলোকে চার্জশীট কিংবা ফাইনাল রিপোর্ট দেওয়া হবে।’

মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সারাবাংলা/আইডি/এমও

ভাই-ভাতিজা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর