Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা, ঢাকাগামী লেনে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ১২:০২

ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনদের কাছে ফিরছেন মানুষ। এতে গতকাল সোমবার (২৬ জুন) দিবাগত রাতে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বাড়লেও মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকে তা কমেছে। যানবাহন কম আসায় ধারণা করা হচ্ছে, গাড়িগুলো টাঙ্গাইল বা সাভারের দিকে যানজটে আটকে থাকতে পারে।

তবে উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের যানজট আতঙ্কে থাকা ৪৫ কিলোমিটার মহাসড়ক স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে মুলিবাড়ি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় ধীরগতি রয়েছে। সেতুতে টোল আদায়ে বিলম্ব হবার কারণেই এই ধীরগতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জুন) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ও সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক এসব তথ্য জানান।

ওসি বদরুল কবীর বলেন, ‘গত রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ অনেকটা বেড়েছে। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো ধীরগতি বা যানজটের মতো অবস্থা তৈরি হয়নি। এছাড়াও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি।’

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ‘সারারাত মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমে গেছে। টাঙ্গাইল বা সাভারের দিকে যানবাহনগুলো যানজটে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য এদিকে চাপ কম। তবে চাপ বাড়তে পারে।’

তিনি বলেন, ‘ঢাকাগামী লেনে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের কারণে সেতুর পশ্চিম পাড়ে ধীরগতি তৈরি হয়েছে। যা মুলিবাড়ি রেলগেট এলাকা পর্যন্ত ছড়িয়ে গেছে। তবে টোল আদায়ে বিলম্ব না হলে এটাও কেটে যাবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তবে মহাসড়কে চাপ থাকলেও উত্তরের পথে কোনো যানজট বা ধীরগতি নেই। আশা করছি উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের গত ঈদের মতো এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে। এছাড়াও যানবাহন ও ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে ও সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

সারাবাংলা/আরএ/এনএস

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর