Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুষ্ক মৌসুমেও মেঘাই ঘাটের ৬৫ মিটার বাঁধ যমুনায় বিলীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৮:০০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ১৮:০২

সিরাজগঞ্জ: শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। কাজিপুরে নতুন মেঘাই ঘাটের পুরাতন বাঁধে হঠাৎ করে ধস শুরু হয়েছে। গত ১৮ ঘণ্টায় অন্তত ৬৫ মিটার এলাকা ধসে গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত থেকে বাঁধে ধস শুরু হয়। শনিবার দুপুর পর্যন্ত বাঁধের ধস অব্যাহত ছিল। বাঁধ ধসের ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার রাতেই খবর পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে যমুনার তীর রক্ষা বাঁধের ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করা হয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন রোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরে সেনাসদস্যদের সহায়তায় ভাঙন ঠেকাতে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৬৫০টি বালিভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে।

তিনি আরো জানান, নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। ফলে নদীর স্রোত এসে সরাসরি তীরে আছড়ে পড়ছে। যে কারণে ধসের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধস নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসআর

নদী ভাঙন বাঁধ ধস মেঘাই ঘাট যমুনা নদী সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর