Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের সকালে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৩ ১২:১৩

ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ সময় পিকআপে থাকা তিনটি গরু মারা যায়।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন সকালে ৭টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাইবান্ধা সদর থানার ফুলিবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা থানার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোর বাগাতিপাড়া থানার প্যারাবাড়িয়া গ্রামের সোরহাবের ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুলের ছেলে আয়ান (৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুল যাচ্ছিল। এ সময় গরুর পিকআপটি রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হন। আহত হন আরও দু’জন।

এ সময় পিকআপে থাকা তিনটি গরু মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরএ/এনএস

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর