Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারই রাজনৈতিক সংকট তৈরি করেছে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ১৪:২৩

ঠাকুরগাঁও: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে তারা দেখতে চায় না। সরকার নিজেরাই রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে। একদলীয় শাসনব্যাস্থা কায়েমের জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।’

শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করে আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। আন্দোলনের একটা ধাপ আছে, কখনও এটা উঠে কখনও এটা নামে। গত কয়েক বছর ধরে প্রমাণ করেছে বিএনপি কখনও ভায়োলেন্স করে না। ভায়োলেন্সটা করে সরকারি দলের লোকেরাই এবং সরকারের এজেন্সিগুলো। উল্টো তারা দোষ চাপাতে চায় কিন্তু এবার তারা সেই দোষ চাপানো সুযোগ পায়নি।’

তিনি বলেন, ‘বিএনপি নিজের জন্য আন্দোলন করছে না, মৌলিক কতগুলো বিষয় নিয়ে জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সাংবিধানিক অধিকার গুলো রক্ষা করা, গণতান্ত্রিক অধিকার সাংবাদিকদের লেখার স্বাধীনতা বা মিডিয়ার স্বাধীনতা, জবাবদিহিতা নিশ্চিত করতে আন্দোলন করেছে। এটা স্বীকৃত যে হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হবে না। সব গণতান্ত্রিক দলগুলো বলছে, এখন আন্তর্জাতিক বিশ্বও তা বলছে।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী জয়নাল আবেদীন, দফতর সম্পাদক মামুন উর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

মির্জা ফখরুল রাজনৈতিক সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর