Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাষ্ট্রে বাসে অগ্নিকাণ্ড, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই ২০২৩ ১০:২৮

ভারতের মহারাষ্ট্রে বিয়েবাড়ির যাত্রী বহনকারী একটি বাসে লাগা আগুনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

ওই বাসে কমপক্ষে ৩৩ জন যাত্রী মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে পুনে যাচ্ছিলেন। সামরুদ্দি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে রাত দেড়টার দিকে বাসে আগুন লাগে।

ওই বাসের সবাই বিয়ে বাড়ির যাত্রী। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক বলেছেন, বাসটি একটি টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, দুর্ঘটনায় ২৫জন দগ্ধ হয়ে মারা গেছেন। বাসচালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে নিহতদের প্রত্যেকের পরিবারে ৫ লাখ রুপি তাৎক্ষণিক সহায়তা ঘোষণা করেছেন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর