Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৪:৩৮

নওগাঁ: জেলার বদলগাছী উপজেলায় সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) দুপুরে নিজ বাসা থে‌কে সুখী বেগমের মর‌দেহ উদ্ধার করে পুলিশ। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রায়হান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটক শহীদ হোসেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বাধে। একপর্যায়ে সুখী বেগমকে শ্বাসরোধে হত্যা করেন শহীদ। আজ (শনিবার) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শহীদকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত সুখী বেগমের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। সুখীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এআরপি/এনএস

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর