Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের ফিরতি ফ্লাইট শুরু সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৫:১০

ঢাকা: পবিত্র হজের ফিরতি ফ্লাইট আগামী সোমবার (৩ জুলাই) থেকে শুরু হচ্ছে। ওইদিন ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজফ্লাইট হাজীদের নিয়ে ঢাকায় অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হাজী সৌদি আরবে হজ পালন করতে গেছেন। হজযাত্রীদের পরিবহনে মোট ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবার হাজীদের সৌদি আরব থেকে জমজমের পানি না কেনার জন্য অনুরোধ করেছে। তারা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরে একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা।

সারাবাংলা/জেআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর