Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ ক্ষমতায় আসুক যারা চায়নি তাদের প্রতিই আমাদের চ্যালেঞ্জ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৩ ১৫:৩৩

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা চায়নি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসুক, যারা চায়নি কখনো এদেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, মানুষের মাথা গোজার ঠাই হোক, রোগের চিকিৎসা পাক, শিক্ষা পাক; তাদের প্রতিই আমাদের চ্যালেঞ্জ।’

শনিবার (১ জুলাই) কোটালীপাড়ায় পৌঁছে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি দুপুর দুইটার পর কোটালীপাড়া থেকে পিতৃভূমি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন। সেখানে পৌঁছে ২টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। আজ শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন।

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর কাছে এটাই আমি শোকরিয়া আদায় করি যে, আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন।’ শেখ হাসিনা বলেন, ‘এই দেশ আমার বাপ স্বাধীন করেছে। আমার বাপ যে লক্ষ্য নিয়ে স্বাধীন করেছে সেটা আমি পূরণ করব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে শিক্ষা, স্বাস্থ্য সেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, অবকাঠামো উন্নয়ন করা; এটাই তো আমাদের লক্ষ্য। সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতু। মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল। নিজের ভাগ্য তো করতে আসিনি, এসেছি মানুষের ভাগ্য গড়তে। তাই অপবাদ যখন দিয়েছে তার প্রতিবাদ করে নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। এটাই সবথেকে বড় কথা।’

বিজ্ঞাপন

পদ্মা সেতু করতে নিজ নির্বাচনি এলাকার জনগণসহ দেশবাসী সাহস যুগিয়েছিল বলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে পেরেছি। কিন্তু আমাদের কিছু তো আছেই, যারা বাংলাদেশের কোনো ভালোই চোখে দেখে না। যারা দেখে না; চোখ থাকতে যারা অন্ধ, তাদের বিরুদ্ধে কিছু বলার নেই। ঈদের শুভেচ্ছা জানাতে এসেছি। কাজেই এখন আর কিছু বলব না।’

সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সবার হাতে মোবাইল ফোন, অনলাইন সেবা। এতগুলো টেলিভিশন দিয়ে দিয়েছি। সারাদিন কথাটথা বলে তারপরও বলে কিছুই বলতে পারি না? কথা বলার অধিকার নাই; এদের ব্যাপারে করুণা করা ছাড়া আর কিছু নাই। এটা আমরা করুণাই করি।’

তিনি বলেন, ‘আমার বাবা দেশটা স্বাধীন করে গেছেন, তার স্বপ্ন পূরণ করে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়া এটা আমার লক্ষ্য। আজকে হতদরিদ্র মাত্র পাঁচ শতাংশ। সেটাও যেন না থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রত্যেকের একটু ঘর-জমি, একটু জীবন জীবিকার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে পারব।’

শেখ হাসিনা বলেন, ‘এই বাংলাদেশ লাখো শহিদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য জাতির পিতা সংগ্রাম করে গেছেন। এই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে আমরা চলব। বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে সেটাই আমরা চাই।’

ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে গত দুই দিন কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেননি বলেও জানান তার নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের।।

নিজ এলাকার উন্নয়নের প্রতি জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার এলাকার কোনো উন্নয়ন যেন বাদ না যায়। কোথায় কী হচ্ছে সব আমি খোঁজ রাখি। আমার কাছে সব রাস্তাঘাটের আলাদা আলাদা ফাইল করা আছে। শুধু কোটালীপাড়া, টুঙ্গীপাড়া না—পুরো দেশের উন্নয়ন করে যাচ্ছি। আর এই উন্নয়নের শক্তি আপনারাই যুগিয়েছেন। আপনারাই আমার বড় শক্তি। আপনারা আছেন বলে আমি দেশের উন্নয়ন করে যেতে পারছি।’

প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন।  এর আগে, শনিবার সকাল সাড়ে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় ভবন প্রাঙ্গণে তিনটি চারা রোপণ করেন তিনি। এর মধ্যে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষধি গাছের চারা।

সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকাল ৯টায় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকেল ৩টায় তিনি সড়ক পথেই ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সড়ক পথেই টুঙ্গিপাড়া যাওয়া আসা করছেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর