Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসুন সবাই মিলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৩ ১৩:২০

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জানি এখানে শুধু আমার দল না, অন্য দলেরও অনেকে আছেন। প্রধানমন্ত্রী হিসেবে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা কিন্তু এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিল, না দিল সেটা না। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য আমাদের কাজ এবং আপনারাও সেই ভাবেই কাজ করবেন। জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আবেদন থাকবে— আসুন সবাই মিলে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’

বিজ্ঞাপন

সোমবার (৩ জুলাই) সকালে কার্যালয়ের শাপলা হলে খুলনা-বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারণে দেশের উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের সব খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। গ্রামে-গঞ্জে মানুষের সেবা দিতে কাজ করে যাচ্ছে সরকার।

এ সময় নবনির্বাচিত মেয়রদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে জনগণ আপনাদের ভোট দিয়েছেন; তাই তাদের উন্নয়ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। জনগণের সেবক হয়ে নিজ নিজ এলাকায় কাজ করবেন বলেও আশা করি।

কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা এক একটা ওয়ার্ডে থেকে নির্বাচিত, আপনার ওয়ার্ডের সার্বিক উন্নয়নটা কিভাবে করা যেতে পারে আপনারা পরিকল্পনা করবেন, সেইভাবে কাজগুলি যেন সুস্থভাবে হয়। মানুষের আস্থা বিশ্বাস যেন অর্জন করতে পারেন, সেই ভাবে আপনাদের সবাইকে কাজ করতে হবে।’

মুজিব বর্ষের অঙ্গীকারে সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু ওটা বেছে বেছে দিইনি যে, আমাকে ভোট দিল বা না দিলো, বা কে আমার দল করে; যারাই ভূমিহীন তাদের প্রত্যেকে ভূমি পাবে ঘর পাবে। নগদ টাকা দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি।’

২০০১ সালে ক্ষমতায় এসে সন্ত্রাস, দুর্নীতি ও মানিলন্ডারিং করাই ছিল বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য বলে অভিযোগ করেন শেখ হাসিনা। সরকার পতনের নামে ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ‘কাজেই সেই রকম অবস্থা আর বাংলাদেশে সৃষ্টি হোক আমরা চাই না। বাংলাদেশের উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বাস করতে পারে। দুবেলা দুমুঠো খেতে পারে। সবাই যেন উন্নত জীবন পাই, সেটাই আমরা চাই’, বলেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আমাদের জনগোষ্ঠী হবে দক্ষ জনগোষ্ঠী, স্মার্ট জনগোষ্ঠী, আমাদের ইকোনমি হবে স্মার্ট ইকোনমি, কৃষি যান্ত্রিকীকরণ করা হবে, সবকিছুতেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব বলে অঙ্গীকার পুর্নব্যক্ত করেন সরকারপ্রধান শেখ হাসিনা।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর এসব সিটির কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

একইস্থানে দুপুর ১২টার দিকে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের শপথ অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনআর/এমও

প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর