Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্রি স্টাইল’ মূল্যবৃদ্ধির কারণে বাজারে নৈরাজ্য: গণতন্ত্র মঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৩ ১৭:৪৬

ঢাকা: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘সরকারের ব্যর্থতায় বাজারে পুরোপুরি নৈরাজ্য দেখা দিয়েছে।’ এসময় কাঁচা মরিচ, পেঁয়াজসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের ‘ফ্রি স্টাইল’ মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করা হয়।

বুধবার (৫ জুলাই) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের মুলতবি সভায় নেতারা এসব কথা বলেন।

সভায় চলমান গণসংগ্রামকে জোরদার করতে আন্দোলনরত সব গণতান্ত্রিক শক্তি ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়। আন্দোলনের যৌথ ঘোষণা ও গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনা করেন নেতারা।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণতন্ত্র মঞ্চ ফ্রি স্টাইল মূল্যবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর