নিয়ন্ত্রণহীন কাঁচা মরিচের বাজার, প্রতি কেজি ৬০০ টাকা!
৫ জুলাই ২০২৩ ১৮:৫৫
ঢাকা: দু’দিনের ব্যবধানে আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কাঁচামরিচের বাজার। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্চে। একই বাজারে একেক দোকানদার একেক দামে কাঁচামরিচ বিক্রি করছে। এক্ষেত্রে দোকান প্রতি কাঁচামরিচের কেজি প্রতি দামের ব্যবধান ১০০ থেকে ১৫০ টাকা।
বুধবার (৫ জুলাই) বিকেল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪৫০ থেকে ৬০০ টাকা বিক্রি হতে দেখা গেছে। রাজধানীর মতিঝিল, শাজাহানপুর, আরামবাগ, খিলগাঁওসহ বেশ কয়েকটি কাচাঁবাজার সরেজমিনে ঘুরে কাচাঁমরিচের দাম বৃদ্ধির এই চিত্র লক্ষ্য করা যায়। এসব বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি দোকানও হওয়া সত্ত্বেও প্রতি কেজি কাঁচামরিচের দাম দোকান ভেদে ১০০ থেকে ১৫০ টাকা কম বেশি হচ্ছে। তবে কোনো দোকানিই ৪৫০ টাকা কেজির নিচে বিক্রি করছে না মরিচ।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলসংলগ্ন কলোনি কাচাঁবাজারের সবজি বিক্রেতা রকিব সারাবাংলাকে বলেন, ‘গতকাল ও তার আগের দিন কাচাঁমরিচের ২৬০ কেজিতে বিক্রি করেছি। কিন্তু দাম বাড়ায় আজ ৬০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।’
কারণ হিসাবে রকিব সারাবাংলাকে বলেন, ‘গতকাল (রোববার) রাতে এক পাল্লা কাঁচামিরচ কারওয়ানবাজারে ২ হাজার থেকে ২১০০ টাকায় বিক্রি হয়েছে। আজ (৫ জুলাই) সকালে সেটা বেড়ে ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে আমরা প্রতি কেজি কাচাঁমরিচ ৬০০ টাকা বিক্রি করছি।’
মরিচের স্লিপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাঁচামরিচের কোনো স্লিপ হয় না।’
এদিকে রকিবের দোকান থেকে ৩০ টাকা দিয়ে ৫০ গ্রাম কাচাঁমরিচ কিনেছেন মতিঝিল এজিবি কলোনির বাসিন্দ রাফিয়া খাতুন। তিনি সারাবাংলাকে বলেন, ‘ভাই কখনো ৫০ গ্রাম কাচাঁমরিচ কিনেছি বলে মনে পড়ছে না। কিন্তু কি করবো! আগে যেখানে ৬০/৭০ টাকা দিয়ে হাফ কেজি কাঁচামচির কিনতে পারতাম। এখন তা কিনতে ৩০০ টাকা লাগবে। বাধ্য হয়ে ৩০ টাকার কাঁচামরিচ কিনেছি। আমাদের বেতন তো আর সেভাবে বাড়ছে না, সব খাতেই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
একই বাজারের আরেক সবজি বিক্রিতা কাজল প্রতি কেজি কাচাঁমরিচ বিক্রি করছেন ৪৫০ টাকা। তাকে কাঁচামরিচের কেজি কত জিজ্ঞেস করলে তিনি জানান ১০০ গ্রাম ৪৫ টাকা। দাম বাড়াল কারণ জানতে চাইলে বিক্রেতা কাজল সারাবাংলাকে বলেন, ‘আজ সকালে (৫ জুলাই) যাত্রাবাড়ি থেকে এক পাল্লা (৫ কেজি) কাঁচামরিচ কিনেছি ২ হাজার টাকা দিয়ে। এতে প্রতি কেজি কাচাঁমরিচের দাম পড়েছে ৪০০ টাকা। এর সাথে পরিবহন খরচ আছে, এছাড়া কিছু কাঁচামরিচ নষ্ট হয়ে যায়। ফলে ৪৫০ টাকা কেজির কম বিক্রি করা যায় না।’
তিনি বলেন, ‘গতকাল ও তার আগের দিন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করেছি ২৫০ থেকে ৩০০ টাকা। তখন প্রতি পাল্লা কেনা পড়তো ১১০০ থেকে ১২০০ টাকা। কিন্তু গতকাল রাত থেকে মরিচের দাম আবারও বেড়ে গেছে।’
কাঁচামরিচ কেনার স্লিপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আদা, রসুন, পেঁয়াজের পাইকারি কেনার স্লিপ দিলেও কাচাঁমরিচ কেনার স্লিপ হয় না।’
অন্যদিকে শাজাহানপুর কলোনির ভেতর ভ্যানে করে সবজি বিক্রি করছেন মোহাম্মদ আলী। তিনি সারাবাংলাকে বলেন, ‘প্রতি কেজি কাঁচামরিচ ৫০০ টাকা। এছাড়াও রাজধানীর আরামবাগ, খিঁলগাও বাজারে গিয়ে একই চিত্র লক্ষ্য করা গেছে। এখানে প্রতি কেজি কাচাঁ মরিচ ৫০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।’
উল্লেখ্য, সম্প্রতি কাঁচা মরিচের বাজার লাগামহীন হয়ে কাঁচা মরিচের কেজি ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত উঠে যায়। রোববার (২ জুলাই) পর্যন্ত ভারত থেকে ১০৪ টন কাঁচা মরিচ আমদনি করা হয়। এতে গত সোমবার (৩ জুলাই) রাজধানীর কোনো কোনো কাঁচাবাজারে কাঁচামরিচের কেজি ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে নেমে আসে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত একই দামে বিক্রি হতে থাকে। তবে ৪ জুলাই বিকাল থেকে আজ ৫ জুলাই কাঁচা মরিচের কেজি আবার ৬০০ টাকায় পৌঁছে গেছে।
সারাবাংলা/জিএস/এমও