Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের বিরুদ্ধে মামলার আবেদন পর্যালোচনা করছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ২০:৩৮

ঢাকা: গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাহবাগ থানায় মামলার আবেদন পর্যালোচনা করছে পুলিশ। গত শুক্রবার (৭ জুলাই) বিকেলে শাহবাগ থানায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন নুরের বিরুদ্ধে এ আবেদন করেন।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় সারাবাংলাকে বলেন, ‘পুলিশ মামলার আবেদনটি পর্যালোচনা করে দেখছেন।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘নুরুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কী পদক্ষেপ নেওয়া হবে, তা পরবর্তী সময়ে জানাতে পারব।’

আবেদনে বলা হয়েছে, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বিদেশে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন। নুরুল হক বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নুরুল হক গণ অধিকার পরিষদ নেতা-কর্মীদের উসকে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নুরুল হক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক), ১২০ (থ) ও ৫০৬ ধারায় মামলা রুজু করা আবশ্যক।

তবে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয় বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/এমও

নুরের বিরুদ্ধে মামলা পুলিশ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর