Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেক হাসপাতালে এ বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৩ ০০:০৩

রাজশাহী: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাপ্পু (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাপ্পুর বাবার নাম সাহেব আলী। তাদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামে। এর আগে, গত রোববার (২ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পাপ্পু। অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মারা যাওয়া ব্যক্তির স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তার স্বামী মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। ইদের দুই দিন আগে সেখানেই জ্বর হয়। জ্বর নিয়ে তিনি ঈদের পরদিন বাড়িতে আসেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জুন মাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার পর্যন্ত হাসপাতালে আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজনকেই আইসিইউতে পাঠানো হয়েছিল। সকালে তার মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত হাসপাতালটি থেকে ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘আমাদের হাসপাতলে চিকিৎসা চলছিল। তার শারীরিক অবস্থার উন্নতি না হলে আইসিইউতে নেওয়া হয়। ডেঙ্গু রোগে তার লিভার ও কিডনি আক্রান্ত হয়। এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাপ্পুর মৃত্যু হলো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমই/পিটিএম

ডেঙ্গু রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর