Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৩ ১১:২৫ | আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৩:১৪

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে পৃথক দুটি গাড়ি বোমা বিস্ফোরণে তিন শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার (৯ জুলাই) আঙ্কারাপন্থী যোদ্ধা নিয়ন্ত্রিত তুর্কি সীমান্তের নিকটবর্তী গ্রাম শাওয়াতে গাড়ি মেরামতের একটি দোকানে প্রথমে বিস্ফোরণ ঘটানো হয়।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে গাড়ি বোমা হামলায় তিন শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।

দ্বিতীয় ঘটনায় মানবিজ নগরীতে একটি গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’র (এসডিএফ) সঙ্গে যুক্ত তিন যোদ্ধা নিহত হয়।

মানবিজ হলো ইসলামিক স্টেট গ্রুপের একটি সাবেক শক্ত ঘাঁটি। বর্তমানে এলাকাটি মার্কিন সমর্থিত এসডিএফের সঙ্গে যুক্ত একটি সামরিক পরিষদের অধীনে রয়েছে।

তবে এ দুই ঘটনার পর তাৎক্ষণিকভাবে কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।

২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভ দিয়ে সিরিয়ার যুদ্ধ শুরু হয়। পরে এটি জিহাদি ও বিদেশি শক্তির মধ্যে একটি বড় সংঘাতে রূপ নেয়। আর এই সংঘাতে এখন পর্যন্ত অর্ধ মিলিয়নেরও বেশি জনের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সারাবাংলা/ইআ

গাড়ি বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর