১৬ মামলার পলাতক আসামি গ্রেফতার
১১ জুলাই ২০২৩ ১৮:৩৪
চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘ ১৮ বছর পালিয়ে থাকার পর বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া ১৬ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) নাটোর জেলার সদর থানার বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইলিয়াছ মিয়া নগরীর খুলশী থানার লালখান বাজারের তুলা পুকুর পাড় এলাকার মৃত রনজু সওদাগরের ছেলে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে জানান, আসামি ইলিয়াছ নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেননি। এ ঘটনায় পাওনাদাররা তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় মামলা করেন।
নয়টি মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিকে দোষী সাব্যস্থ করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে নাটোর থেকে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। দীর্ঘ ১৮ বছর তিনি আত্মগোপনে ছিলেন। নাটোরে আত্মগোপনে থাকার সময় ইলিয়াছ নিজের নাম-পরিচয় গোপন করে মিয়া সাহেব বলে পরিচয় মানুষকে পরিচয় দিতেন।
আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/আইসি/পিটিএম