Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশির ৪ নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৩ ১৯:২১

ঢাকা: দেশের বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বন্যাকবলিত এলাকার সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তা মানতে হবে।

মঙ্গলবার (১১ জুলাই) মাউশির কলেজ প্রশাসন শাখার পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে ওই নির্দেশনা দেওয়া হয়।

জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে অধিদফতরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেওয়া নিদের্শনাগুলো হলো—

১. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে।

২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা/উপজেলা/থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা অধিদফতরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করতে হবে।

৪. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সারাবাংলা/জেআর/এনএস

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর