Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে উজরা জেয়ার কাছে অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৭:৫৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ ২২:১০

ঢাকা: র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার কাছে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে আমাদের একটি উল্লেখযোগ্য বৈঠক হয়েছে। বৈঠকে রোহিঙ্গা, মানবাধিকার ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘উজরা জেয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গতকাল। তিনি সেখানকার সার্বিক বিষয়ে তার অভিজ্ঞতার কথা বৈঠকে শেয়ার করেছেন। আমরা দেশের শ্রমিকদের অধিকার ও তাদের নিরাপত্তার বিষয়টি জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তাদের জানিয়েছি।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘আসছে সংসদ নির্বাচন নিয়েও আমরা বৈঠকে আলোচনা করেছি। পাশাপাশি আমাদারে স্পেশাল ফোর্স র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তা প্রত্যাহারে আমরা তার কাছে অনুরোধ জানিয়েছি।’

সারাবাংলা/জেআর/পিটিএম

উজরা জেয়া টপ নিউজ মার্কিন নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর